Breaking News

বগুড়া মাঝিড়া কালীমন্দির ভুমিদস্যুর কবল থেকে রক্ষা করার জন্য মানববন্ধন কর্মসুচি পালিত


বগুড়া মাঝিড়া কালীমন্দির ভুমিদস্যুর কবল থেকে রক্ষা করার জন্য মানববন্ধন কর্মসুচি পালিত

বগুড়া প্রতিনিধি  গত রবিবার সকালে বগুড়া শহরের সাতমাথায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া কালীমন্দির ভুমি দস্যু বাহিনীর কবল থেকে রক্ষা করার জন্য এক বিশাল মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে ৷ওই মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ দেব ৷

এছাড়া আরো বক্তব্য রাখেন সুকুমার রায়,মানিক চন্দ্র সরকার,বাবলু ঘোষ,চিত্তরঞ্জন তরফদার,বিরেন চন্দ্র দাস,বিরেন মহন্ত,সজল দাস,প্রসেনজিৎ তরফদার,ডাঃ অমিয় মন্ডল,চন্দন চক্রবর্তী সহ উপজেলা ও জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ৷ মানববন্ধন কর্মসুচিতে বক্তরা বলেন,বগুড়া জেলায় বেশ কিছু মন্দিরের জায়গা জবর দখল সহ হিন্দু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে ৷তারই ধারবাহিকতায় বগুড়ার শাজাহানপুর উপজেলা মাঝিড়া মৌজায় কালীমন্দিরের জমির উপর নির্মিত প্রাচীনকাল থেকে কালীমন্দির হিসাবে ওই এলাকার হিন্দুধর্মালম্ভী নারী পুরুষেরা পুজা অর্চনা সহ নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে ৷

সি এস জরিপের ১০৭ নং খতিয়ানের উক্ত ৬১০ দাগের ১৬ শতক জমির মন্তব্যের কলামে কালীমন্দির নামে রিতিমত উল্লেখ আছে এবং একই স্থানে ৬১০ দাগের ৩২ শতক দেবোত্তর সম্পতিতে ছাদ ঢালাই শিবমন্দির সহ আরো নানান দেবতার মন্দির প্রতিষ্ঠিত রয়েছে ৷গত ১ লা জানুয়ারী ২০২১ সালে শাজাহানপুর থানাধীন দুরুলিয়ার মৃত আবুল খায়েরের ছেলে ভুমিদস্যু ওবায়দুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জন অপরিচিত ভাড়াটিয়া মাস্তান বাহিনীরা অস্ত্র সহ এসে ওই দেবোত্তর জায়গাটিতে অবস্থিত মন্দিরগুলি ভেঙ্গে গাঁয়ের জোরে জবর দখল করার চেষ্টা করে ৷

ভাড়াটিয়া মাস্তান বাহিনীরা ইট বালু ও সিমেন্ট নিয়ে এসে ওই জায়গাটিতে গাঁয়ের জোরে প্রাচির নির্মান করার চেষ্টাও করেন ৷এ সময় তাদের এই কর্মকান্ডে বাঁধা প্রদান করলে তারা মন্দির কমিটির লোকজনদের খুন জখমের হুমকিও প্রদান করে ৷বক্তরা বলেন সব সময় সন্ত্রাসীদের ভয়ে ওই এলাকার হিন্দু ধর্মলম্ভীরা ঠিকমত রাস্তাঘাটে চলাফেরা পর্যন্ত করতে পারছে না ৷উল্লেখ্য ওই জায়গা সংক্রান্তে বগুড়া ১ম সিনিয়ার সহকারী জজ আদালতে একটি মোকাদ্দোমা চলমান রয়েছে ৷

মানববন্ধন শেষে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতির নেতৃত্বে একটি স্বারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয় ৷এ সময় মাঝিড়া মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধীক হিন্দুধর্মালম্ভী নারী পুরুষ ওই মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন ৷



শেরার করুণ... 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷