ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেন,নেলী সেনের বাড়িটি সংরক্ষণ করে যাদুঘর বানানোর ঘোষণা,চট্রগ্রাম জেলা প্রশাসক।
JANUARY 23, 2021
সোচ্চার প্রতিবাদ আন্দোলনের মূখে অবশেষে চূড়ান্ত বিজয়ঃ
সরকারের শীর্ষ পর্যায়ের নির্বাহী আদেশে চট্রগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় বিপ্লবী বীর যোদ্ধা মাস্টার'দা সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, প্রিতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, অনন্ত সিংহ, নেতাজী সুভাষ বসু, যাত্রামোহন সেনগুপ্তর স্মৃতিবিজরিত ঐতিহাসিক স্থাপনা ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেন ও নেলী সেনের সেই বাড়িটি সংরক্ষণ করে "বিপ্লবী যাদুঘর" বানানোর ঘোষণা দিয়েছেন চট্রগ্রামের জেলা প্রশাসক। বর্তমানে বাড়িটিকে সম্পূর্ণ দখল মুক্ত করে "বিপ্লবী যাদুঘর নির্মাণ" এর নির্ধারিত স্থান হিসেবে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তথা দখলকারীর বুলডোজারের সামনে বুক পেতে দেওয়া আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত দাদা সহ রাজপথের সোচ্চার প্রতিবাদ আন্দোলনে সক্রিয়।
শেরার করুণ...
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷