[ নালিতাবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিকে হস্তান্তর
.শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের শর্তে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ এপ্রিল) বিকালে ওই দুইজনকে হস্তান্তর করা হয়।
আটকের পর ভারতীয় ওই দুই নাগরিগকে ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে ভারতীয় দুইজন নাগরিক অবৈধভাবে ঘোরাঘুরি করছিল। এসময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ওমর ফারুকসহ তার সঙ্গীয়রা তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের উভয়ের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকা থানার কাত্রিপাড়াসএলাকার ডাকাইর গ্রামে।
এসময় তাদের কাছ থেকে দুটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷