Breaking News

[শাল্লায় সাম্প্রদায়িক হামলা আদালতে(৭২)জনের বিরুদ্ধে মামলা করেছেন ঝুমন দাসের,মা

আতঙ্কে দিন পার করছেন ঝুমন দাসের মা, স্ত্রী ও শিশু সন্তান। ছবিঃ-

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাটের ঘটনায় আদালতে ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঝুমন দাস আপনের মা নিভা রানী দাস।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট শাল্লা জোন আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি ডিবি পুলিশের কাছে তদন্তের জন্য হস্তান্তর করেছেন।

আদালতে দাখিলকৃত মামলার বিবরণে জানা যায়, গত ১৬ মার্চ নিভা রানী দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক স্ট্যাটাসের জেরে দিরাই ও শাল্লার কয়েকটি গ্রামের মানুষ দারাইন বাজারে সশস্ত্র বিক্ষোভ করে। এ ঘটনায় গ্রামবাসী ঝুমনকে পুলিশে সোপর্দ করে। পরদিন গ্রামগুলোর হাজারো সশস্ত্র মানুষ সংঘবদ্ধ হয়ে নোয়াগাঁও গ্রামে এসে হামলা, লুটপাট করে। ওই দিন তারা গ্রামের ৮৫টি ঘরে লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে পুত্রবধূকে মারধরসহ তার শ্লীলতাহানিরও চেষ্টা করে হামলাকারীরা। মামলায় তিনি নাচনি, চণ্ডীপুর, ধনপুর, কাশিপুরসহ কয়েকটি গ্রামের ৭২ জনের নাম উল্লেখ করেছেন।

মামলার বাদী নিভা রানী দাস বলেন, গত ২৫ মার্চ এই মামলাটি আমি শাল্লা থানায় দায়ের করেছিলাম। কিন্তু পুলিশ মামলাটি না নেওয়ায় আজ আদালতে দাখিল করেছি। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই। একই সঙ্গে আমার ছেলেরও মুক্তি চাই।

মামলার আইনজীবী অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস বলেন, শাল্লা থানা পুলিশ মামলাটি না নেওয়ায় আমরা আজ আদালতে দাখিল করেছি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি ডিবির ওসিকে তদন্তের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সাম্প্রদায়িক এই হামলার নিন্দা জানিয়ে দোষী সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। পরে আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর হাতে সহায়তা তুলে দেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷