Breaking News

[করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল থানার এসআইয়ের মৃত্যু


 নাজিম উদ্দিন শেরপুর জেলার নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন । তিনি ময়মনসিংহের নান্দাইল থানায় দায়িত্বে ছিলেন। এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে বেশ সুনামের সাথেই কাজ করেছেন।

শুক্রবার সকালে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাজিম উদ্দিন (৪১) নামে এই এসআই মারা  যান।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিনের করোনাভাইরাস ধরা পরলে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান ওসি মিজানুর।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, “করোনা যোদ্ধা হিসেবে আমাদের আরও এক পুলিশ ভাইয়ের মৃত্যু হল। আমরা গভীরভাবে শোকাহত। তবু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব থেকেপিছপা হব না। যতই মৃত্যু আসুক না কেন, পুলিশ দায়িত্ব পালনে কখনও পিছপা হবে না। তবে এই সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷