Breaking News

মেয়র আইভীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখল, আত্মসাৎ এর অভিযোগ

সনাতন নিউজ২৪. <> ঢাক বাংলাদেশ
 এক দিকে সিদুঁর পড়ে হিন্দু দরদী সাজা, অন্যদিকে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা”..! সনাতনী সম্প্রদায়ের ১০০ কোটি টাকা মূল্যের কয়েক শত বছরের প্রাচীন দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।



এই সম্পত্তি উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন কমিটির জেলা ও মহানগর শাখা।


বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।


ঘাতক দালাল নির্মূল কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তাদের প্রতি সংহতি প্রকাশ করে এই কর্মসূচীতে অংশ নেন।


দুপুর একটা থেকে জেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে এসে যোগ দেন। এসময় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে অবস্থান নেন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। দুইটায় শুরু হয় মানববন্ধন কর্মসূচী।


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নীল চন্দ্র ভৌমিক।




কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷