গাজীপুরে সংখ্যালঘু ব্যবসায়ীকে হত্যা চেষ্টা : থানায় অভিযোগ
সনাতন নিউজ২৪. <> ঢাকা বাংলাদেশ
গাজীপুর মহানগর ৪২ নং ওয়ার্ড, সমরসিং গ্রামের ব্যবসায়ী’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ১২ নভেম্বর ২০২০ তারিখ রাত আনুমানিক রাত ১০.৪৫ টার সময় গাজীপুর মহানগর ৪২ নং ওয়ার্ড, সমরসিং গ্রামের মৃত- ব্রজেন্দ্র চন্দ্র দাস এর পুত্র ব্যবসায়ী রজনী চন্দ্র (৩৫)কে পূর্ব শত্রুতার জের ধরে, বাসা থেকে ডেকে নিয়ে স্থানীয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের মাঠের পাশে বিবাদী ১) মোঃ রনি (২৫), পিতা- মোঃ গোলাম, ২) মোঃ সোহাগ (২৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-বিন্দান, ওয়ার্ড নং-৪২, থানা- পূবাইল, গাজীপুর মহানগরম, জেলা-গাজীপুর, ৩) মোঃ হাসান (৩০), পিতা-অজ্ঞাত, সাং- বিরতুল, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, ৪) মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মৃত মফিজ উদ্দিন দেওয়ান, ৫) মোঃ আলমগীর (২২), পিতা- মোঃ হাসেম, উভয় সাং- সমরসিং, ওয়ার্ড নং-৪২, থানা- পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুরসহ অজ্ঞাতনামা ৪/৫জন ব্যাক্তি রজনী চন্দ্র (৩৫)এর উপর অতর্কিতভাবে লাঠি ও লোহার্ রড দিয়ে এলোপাথারীভাবে হামলা করে তাকে হত্যাচেষ্টা করে তার সাথে থাকা নগদটাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়। অতপর ব্যবসায়ী রজনী চন্দ্র (৩৫)এর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজে ভর্তি করে।
উক্ত ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইবিষয়ে পূবাইল থানায় উক্ত অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, এবং দোষিদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথা আইনি ব্যবস্থা গ্রহণকরা হবে।
এইদিকে এই হামলার তিব্র প্রতিবাদ জানিয়েছেন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেত্রবৃন্দ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷