নওগাঁয় সংখালঘু সম্পদ রক্ষাকল্পে কিছু হিন্দু মুসলিম মিলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের কাছে আবেদন
সনাতন নিউজ২৪. <> ঢাকা বাংলাদেশঃ-
নওগাঁ জেলার আত্রাই থানার অন্তর্গত পাইকরা গ্রামের শ্রী নগেন্দ্র নাথ হালদারের পুত্র শ্রী প্রবাস হালদার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট আবেদন করে পাইকরা মৌজার ২২৪ নম্বর খতিয়ানের ২২৩৭ ২৯০৮ দাগের জমি ৩৮ শতাংশ ভূমি বাড়ি কিছু ভূমিদস্যু হাট ফেরি ফেরির মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে সম্পদ দখলের পাঁয়তারা করছেন কিছু সরকারি কর্মচারীর কারসাজিতে । হিন্দু সংখালঘুদের ঐ সম্পদ রক্ষাকল্পে কিছু হিন্দু মুসলিম মিলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের কাছে নিবেদন করেন যে অসহায় হিন্দুদের পাশে দাঁড়ালে ঐ টুকু সম্পদ রক্ষা পাবে।
আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে আমরা প্রতিনিধিদল অ্যাড রবীন্দ্র ঘোষ , রঞ্জিত লাহিড়ী , কিশোর শর্মা , এড মুকুল কবিরাজ এবং সবুজ বৈরাগী গত ২১।১১।২০২০ তারিখ ঘটনাস্থল পরিদর্শন করেছি । সরেজমিনে গিয়ে কিছু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমাদের কথা হয় , সরেজমিনে তদন্তের সময় কিছু হিন্দু মুসলমান প্রায় ৩০ থেকে ৪০ জন লোক উক্ত সম্পত্তি সমূহ হিন্দুদের বলে দাবি করে কিন্তু কিছু স্বার্থান্বেষী লোকদের সম্পত্তির উপর বসানো কাঠামোর প্রচুর ক্ষতি করে । আমরা খতিয়ানের দাগ , ভুমির পরিমান পরীক্ষা-নিরীক্ষা করে উপজিলা নির্বাহী অফিসার সানাউল ইসলাম কে অবগত করি । উপজেলা নির্বাহি অফিসার জানিয়েছেন তিনি আমাদের মতের সাথে আছেন মর্মে আমাদের আশ্বস্ত করেছেন । তিনি এই ভুল সংশোধন করে ন্যায়সঙ্গত একটি বাবস্তা গ্রহন করবেন বলে আমাদের আশান্বিত করেছেন । প্রশাসন তার ভুল বুজতে পেরেছে বলে আমাদের মনে হয় , এ , সি , ল্যান্ড বিষয়টি অনুধাবন করতে ভুল করেছেন , ভুল সংশোধনের পক্রিয়া আরম্ব হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে এই সম্পদ হিন্দুদের ফিরিয়ে দিয়ে , হুমকি ধামকির ও জোরপূর্বক দখলের পাঁয়তারাকে প্রতিহত করে সম্পদটি যে অবস্তানে ছিল , সেই অবস্তানে রাখার দাবী জানাচ্ছে । প্রশাসনের হস্তক্ষেপে জবর দখল প্রতিহত হবে বলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ আশা করে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷