সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে ৭ নভেম্বর সারা দেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি।
"সনাতন নিউজ২৪ <> ঢাকা বাংলাদেশ "সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে ৭ নভেম্বর সারা দেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে ৭ নভেম্বর সারা দেশের মূল সড়কে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, ফ্রান্সের ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক শক্তি ফেসবুক একাউন্ট হ্যাক করে নানা কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করছে। একি সাথে ধর্ম অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা-হুমকি, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। যা দেশকে অস্থিতিশীল করার প্রয়াস।
তাই সংখ্যালঘু সুরক্ষার দাবিতে ৭ নভেম্বর সকাল ১০ টা থেকে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। ঢাকায় কর্মসূচি হবে শাহবাগ আর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে নিউমাকের্ট চত্বরে।
শেরার করুণ...
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷