Breaking News

সিরাজগঞ্জে ছাত্রলীগের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু পরিবার

 সনাতন নিউজ২৪. <> ঢাকা বাংলাদেশ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল শাহা পাড়া গ্রামেরিএকটি সংখ্যালঘু পরিবার প্রাণনাশের হুমকি ও হামলাসহ পুলিশি হয়রানি আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কাজিপুর উপজেলার গান্ধাইল শাহা পাড়ার রাদিকা লাল শাহ’র ছেলে সুকুমার শাহ পাট ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে কাজিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ। নয়তো তাদের ঘরবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে।

পাট ব্যবসায়ী সুকুমার শাহ প্রাণনাশের হুমকি ও হামলার আতঙ্কে গত ১৫দিন ধরে পরিবার ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

প্রতিবেশিরা ও সুকুমারের বড় ভাবী তৃপ্তী রানী শাহা বলেন, গত শনিবার রাত ৮টার দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ করে এবং প্রাণনাশের হুমকি দেন ১০/১৫জন হামলাকারী।

বড় ভাই সুভাশ শাহা জানান, সম্প্রতি কাজিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, ইট পাটকেল নিক্ষেপ করে এবং প্রাণনাশের হুমকি দেন। পরে পুলিশ পাঠিয়ে হয়রানি করেন।

আমার ছোট ভাই বর্তমানে পরিবার নিয়ে কোথায় কিভাবে আছে আমরা কেউ জানিনা। আমি স্থানীয় এমপি সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে কাজিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, আমি এই ঘটনা জানি না এবং ছিলাম না।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা এম লুতফর রহমান বলেন, এ বিষয়ে কিছু আমার জানা নেই। তবে সুকুমার আমাদের নজরে আছে।


শেরার করুণ... 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷