Breaking News

[বরিশালের উজিরপুর দুই-হিন্দু নারীকে পিটিয়েছে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা


 বরিশালের উজিরপুর জম্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই হিন্দু নারীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, এ অভিযোগ পাওয়া উঠেছে। ১৪/৬/২০২১ সমবার বিকাল ৫ টায় দিকে এবং বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। আহতরা হলো উজিরপুর উপজেলার ১নং ইউনিয়ন গজেন্দ গ্রামের বাসিন্দা সুশান্ত শীলের স্ত্রী কবিতা (২১) ও মনোরঞ্জন শীলের মেয়ে টুম্পা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, কবিতার মেয়ে প্রিয়ার জম্মদিন অনুষ্ঠান পালনের সময় হটাৎ একই এলাকার বাসিন্দা শাহিনা আক্তার এসে অনুষ্ঠার বন্ধ করে দেয়া চেষ্ঠা চালায়। এ নিয়ে উভয়ের মাঝে তর্কবির্তক সৃষ্টি হয়। কথাকাটা কাটির এক পর্যায় শাহিনা ক্ষিপ্ত হয়ে যায় । পরে শাহিনার নেতৃত্বে  নুর ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কবিতার উপরে দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানু হয়। এবং 

তাকে বাচাঁতে টুম্পা ছুটে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যালে প্রেরন করেন । বর্তমানে তারা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কবিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে  এবং তলপেটে প্রচন্ড আঘাত পেয়েছে বলে জানান ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকরা।

আহত কবিতা আরো বলেন, সন্ত্রাসীরা আমাদের সকল অনুষ্ঠানেই বাধা প্রধান করে থাকে। ঘটনার দিন আমাকে হত্যা করার চেষ্ঠা চালায়। এবং সন্ত্রাসীর আমাদের হত্যা সহ লাশ গুম করা হুমকি দিয়ে আসছে। এ নিয়ে উজিরপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনেরা সাংবাদিকদের জানায়

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷