[পিরোজপুর মঠবাড়ীয়াতে জগবন্ধু হালদারের পৈত্রিক জমী উদ্ধারে হিন্দু মহাজোট
পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়নের জগবন্ধু হালদারের পৈত্রিক জমি, তুষখালীর ২নং মৌজা জেএল যুক্ত ৪০৬নং খতিয়ান ২৩০নং দাগে ৫কাঠা জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি জনাব মনিরুল ইসলাম দুলাল জমাদ্দার (মেম্বার) অবৈধ বাবে জবরদখল করে রাখা জমি উদ্ধার করেছে তুষখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার ০৩/০৬/২০২১ ইং তারিখ বিকাল থেকে মঠবাড়িয়া উপজেলা জাতীয় হিন্দু মহাজোট আহবায়ক বাবু শ্যামল মিত্রের উপস্থিতিতে ইউনিয়ন মহাজোট সভাপতি বাবু সুমন বেপারীর নেতৃত্বে এবং ইউনিয়ন পূজা উদযাপনের সভাপতি বাবু প্রদীপ কুমার বেপারী ও অতুল প্রসাদ বেপারীর সক্রিয় সহযোগিতায় জমি উদ্ধারে করাহয়।
উদ্দেশ্য বাস্তবায়নে উপস্থিত থেকে বলিষ্ঠ ভূমিকা রাখেন অত্র ইউনিয়নের সফল ও সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহ্জাহান হাওলাদার ও সাবেক সফল চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শরীফ। তাদের চেষ্টা ও ভূমিকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাহসী এই অভিযানে ভুক্তভোগীর পরিবারে খুশীর জোয়ার বইছে।
হিন্দু মহাজোটের পাশে বলিষ্ঠ ভূমিকা রাখেন অত্র এলাকার সমাজ কর্মী জনাব মোঃ হিরু শরীফ, মোঃ মাছুম জমাদ্দার, মোঃ হুমায়ুন কবির জমাদ্দার, মোঃ আবুল হোসেন হাওলাদর, মোঃ মহিব্বুল্লাহ খলিফা, মোঃ আঃ হালিম খলিফা সহ তুষখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শতাধিক নেতা কর্মী।
এই অভিযানের মাধ্যমে জগবন্ধু হালদারের ওয়ারিশ দেশবন্ধু হালদার, পংকজ হালদার ও সুব্রত হালদার ফিরে পেল তুষখালী মৌজার ২নং জেএল ভুক্ত ৪০৬ নং খতিয়ানের ২৩৮ নং দাগের প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৫ কাঠা জমি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷