Breaking News

[দুর্গা মন্দিরে ভূমি ব্যবসায়ী কামালের এ দান চীর স্মরণীয় হয়ে থাকবে হিন্দু সম্প্রদায়ের কাছে।


 রামু ফকিরা জারের মুসলিম হয়ে হিন্দু মন্দিরে  ভূমি দান করে ব্যবসায়ী কামাল একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। তার এই দান রামুতে হিন্দু মুসলমানদের মাঝে চলে আসা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছের রামু হিন্দু সম্প্রদায়ের লোকজন।

রামু ফকিরা বাজারের সর্বজনীন দুর্গা মন্দিরটি স্থাপিত হয় ১৯৬৬খ্রীঃ। ঐ সময় উক্ত মন্দিরের ভূমির মালিক ছিলেন একজন হিন্দু সওদাগর। কালের বিবর্তনে এবং ব্যবসায়ীক মন্দার কারনে উক্ত সওদাগর তাঁদের ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যান। যাওয়ার সময় তিনি মন্দিরের জায়গার বেশকিছু অংশ বিক্রি করে দেন ব্যবসায়ী কামাল উদ্দিনকে। পরবর্তীতে কামাল  যখন তার খরিদকৃত জায়গা দখলে যান তখন তিনি উপলব্ধি করেন যে তার ক্রয়কৃত জায়গার মধ্যে দূর্গা মন্দিরের স্থাপনাও রয়েছে।

তিনি তখন মন্দির পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে মন্দিরের জায়গাসহ মন্দিরের স্বার্থে আরো বেশকিছু অংশ দূর্গা মন্দিরের নামে দান করে দিলেন। যা বর্তমান সময়ের জন্য বিরল দৃষ্টান্ত।

ব্যবসায়ী কামালের এ দান চীর স্মরণীয় হয়ে থাকবে  হিন্দু সম্প্রদায়ের কাছে।

এদিকে দুর্গা মন্দিরে ভূমি দান করায়  উদার হৃদয়ের মানুষ কামাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷