[বাঁধনপাড়ায় মন্দিরের খুটি উপড়ে ফেলে জায়গা দখলের উদ্দেশ্যে স্থায়ী প্রাচীন নির্মাণে বাঁধাদেওয়া আহত ৪জন।
২৩/৬/২০১/রোজ বুধবার দুপুরে সুনামগঞ্জ বাঁধনপাড়া দুর্গা মন্দির সংলগ্ন এ ঘটনা ঘটে। হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রাজ গোবিন্দ চক্রবর্তী,বিভাস দাস, পংকজ চক্রবর্তী, অনুপ কুমার ধর। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে বাঁধনপাড়া এলাকার ৭ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি এজাহার দাখিল করেন আহত ব্যক্তি রাজ গোবিন্দ চক্রবর্তী। এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের বাঁধনপাড়া এলাকায় প্রাচীনতম একটি দুর্গা মন্দির রয়েছে। এ মন্দিরটি পাড়ার বেশ কয়েকজন লোক জোরপুর্বক দখল করে রাখে।
এ অবস্থায় বাঁধনপাড়াবাসী মন্দিরের জায়গা চিহ্নিত করতে সার্ভেয়ার এনে মাপঝোক করান। মাপঝোকের পর দেখা যায় দুর্গা মন্দিরের জায়গা তাদের দখলে রয়েছে। পরবর্তীতে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবুসহ গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মন্দিরের দখলকৃত জায়গা ছেড়ে দিতে বাধ্য হন। এবং সেখানে মন্দির কর্তৃপক্ষ সীমানা খুঁটিও স্থাপন করেন। তারা মন্দিরের জায়গা ছাড়ার পর দুর্গা মন্দির কমিটিসহ পাড়ার লোকজনকে প্রকাশ্যে তারা হুমকি দেয়।
ঘটনার দিন সিতাংশু দে মঞ্জুর নেতৃত্বে দুর্গা মন্দিরের সীমানায় স্থাপনকৃত খুঁটি উপড়ে ফেলে জায়গা দখলের উদ্দেশ্যে স্থায়ী প্রাচীর নির্মাণ করার অপচেষ্টা চালায়। ঘটনার খবর শুনে প্রতিবাদ করতে গেলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রাজ গোবিন্দ চক্রবর্তীসহ চার জন আহত হন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান দুর্গা মন্দিরের জায়গা দখল নিয়ে হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ক্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷