Breaking News

[প্রশাসনের সার্বিক সহযোগিতায় দীর্ঘ (৫০বছর)পর উদ্ধার হলো হিন্দুদের মহাশ্মশানের জমি-পঞ্চগড়ের দেবীগঞ্জে


 পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা সোনাহার ইউনিয়নের অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের জমি অবশেষে উদ্ধার করা হলো,শ্মশানের নামে জমির পরিমাণ ৩৭শতাংশ জমিটি  তৎকালীন জমিদাতা মধুসূদন বাবু দান করেন এবং ১৯৬২ সালে এসএ খতিয়ানযুক্ত হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে মধুসূদন বাবুর পুত্ররা স্থানীয় আফসার আলীর পিতার নিকট এই জমি বিক্রি করে বলে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে এলাকার স্থানীয়রা আফসার আলী। দীর্ঘ ৫০ বছর ধরে স্থানীয়  শ্মশান কমিটির  সদস্যরা এবং এলাকার হিন্দু সম্প্রদায় লোকজন মিলে ঐ জমি দখলমুক্ত করার চেষ্টা করেছে কিন্তু পারেননি। 

আফসার আলীর  শক্তির জোরে দীর্ঘদিন হিন্দুরা ঔ জমি দখল করতে পারেনি। অবশেষে প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল ৩১/৫/২০২১কে মহাশ্মশানটি দখলমুক্ত হয়েছে।  দখলমুক্ত প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ দেবিগঞ্জ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ ও সোনাহার ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। 

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্থানীয় প্রশাসন সহ উক্ত এলাকার হিন্দু সংগঠন ও স্থানীয় হিন্দুদের।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷