Breaking News

সীতাকুণ্ডে জোড়পূর্বক সংখ্যালঘু বসতী জমি দখল করে ঘর নির্মাণ, সংঘর্ষে মহিলাসহ আহত ৩


সনাতন নিউজ২৪.  
সীতাকুণ্ডে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মহিলাসহ ৩ জনকে আহত করেছে।এদিকে আহতরা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যাওয়ার পর থেকে সন্ত্রাসীরা ৭/৮ ঘন্টার মধ্যে বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করে ফেলেছে।


থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশবাড়ীয়া ইউনিয়নের অপর্ণা চরন মহাজন বাড়ীর নির্মল কুমার নাথ গংদের সাথে একই বাড়ীর চিত্ত রঞ্জন নাথের বসত বাড়ীর জায়গা নিয়া বিরোধ চলে আসছে। নির্মল কুমার নাথ সন্ত্রাসী বাহিনী দিয়ে চিত্ত রঞ্জনকে জানে মেরে ফেলাসহ বসত বাড়ীর জায়গা দখল করার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে।এ ধরনের হুমকি ধমকি ফলে চিত্ত রঞ্জন বাধ্য হয়ে নির্মল কুমার নাথ কর্তৃক সৃজনকৃত জাল দলিলের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে মামলা দায়ের করে।অপরদিকে চিত্ত রঞ্জন ভূল বিএস এর জন্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে।এই বিরোধ চলে আসার কারণে গত মঙ্গলবার (০৫/০৫/২০২০ইং) সকাল ৯টায় নির্মল কুমারের নির্দেশে সন্ত্রাসী ফরহাদের নেতৃত্বে সাইফুল,মহিউদ্দিন,ইউসুফ,সুজন ও পিঞ্জ সহ ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোড়পূর্বক বসত বাড়ীর জায়গা দখল করে ঘর নির্মাণ করতে চাইলে চিত্ত রঞ্জন বাধা দেয়।এতে মির্মল ক্ষীপ্ত হয়ে চিত্ত রঞ্জনকে হত্যা করার উদ্দেশ্য তার গলা চেপে ধরে সন্ত্রাসী ফরহাদসহ অন্যান্য ভাড়াটে সন্ত্রাসীরা চিত্তকে এলোপাথারি মারধর করে তাকে গুরুতর আহত করে।পিতাকে বাঁচাতে মেয়ে পিংকী দেবী(২৪) চেষ্টা করলে ফরহাদ তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে শ্লীলনতাহানীর চেষ্টা করে এবং তাকে মারধোর করে আহত করে।চিত্তের আরেক মেয়ে সদ্য প্রসবকারী সিজার হওয়া কলি দেবী২৮)কেও সন্ত্রাসী সুজনসহ অন্যান্যরা এলোপাথারি কিল,ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে মারাত্নক ফুলা যখম করে।এদিকে আহতরা সীতাকুণ্ড সরকারী হাসপাতালে ভর্তি থাকা অবস্হায় সন্ত্রাসীরা বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করে ফেলে। এ ঘটনায় চিত্ত রঞ্জন নাথ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করে।

এব্যাপারে মডেল থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রাশেদুজ্জামান শেখ বলেন,আমি অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে আইনগত ব্যবস্হা নিব।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷