সৎকার কর্মীদের নিরাপত্তার জন্য গামবুট,পিপিই,সহ নিরাপত্তা সামগ্রী প্রদান করলেন হিন্দু মহাজোট
সনাতন নিউজ২৪.
১ মে ২০২০ রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা, নারায়নগঞ্জ সহ বিভিন্ন মহাশ্মশানে সৎকার কর্মীদের নিরাপত্তার জন্য ২৫ সেট গামবুট, ১০০ পিস পিপিই, ১০০ পিস নিরাপত্তা চশমা, ১০০ সেট হ্যান্ডগ্লাবস সহ নিরাপত্তা সামগ্রী প্রদান করে।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামানিক এ সমস্ত নিরাপত্তা সামগ্রী সৎকার কর্মীদের নিকট হস্থান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর শাখার সভাপতি ডি.কে. সমির, স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল ঘোষ, শ্যামপুর থানা সভাপতি বিমল হরিজন প্রমুখ।
এক প্রশ্নের জবাবে আ্যাডঃ গোবিন্দ প্রামাণিক বলেন, শ্মশানে প্রতিদিনই লাশ আসছে। আমাদের স্বেচ্ছাসেবকগণ গতকালও ঢাকার পোস্তগোলা শ্মশানে ৬ টি লাশ দাহ করেছে। আজ সকালে ৩ টি লাশ এসেছে। খবর পেয়েছি আরো আসবে। প্রতিদিনই করোনা ভাইরাসে মৃত লাশ আসছে।
এমতাবস্থায় সৎকার কর্মীরা খুবই ঝুকির মধ্যে রয়েছে। সেজন্য আমরা তাদের জন্য গামবুট, পিপিই সহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী প্রদান করেছি। যেহেতু সৎকার কর্মীরা সরাসরি লাশ স্পর্শ করেন সেজন্য পিপিই গুলি একবারের বেশী ব্যবহার করা নিরাপদ না। সেজন্য আমরা আবারো তাদের পিপিই সহ অন্যান্য সামগ্রী দিতে এসেছি।
তাদের যত নিরাপত্তা সামগ্রী লাগবে,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সব দিবে মর্মে ঘোষণা করেন। এ ছাড়াও নারায়নগঞ্জ, ঢাকা, গোপালগঞ্জ সহ ৬ টি জেলায় আজও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। জীবানুনাশক স্প্রে করেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ প্রামাণিক বলেন যতদিন দুৃর্যোগ না কাটে ততদিন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তার সেবা কার্যক্রম চালিয়ে যাবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷