Breaking News

বাংলাদেশ জতীয় হিন্দু মহাজোটের ত্রান সহায়তা অব্যাহত" গোবিন্দ প্রামানিক

সনাতন নিউজ২৪.  
বাংলাদেশে করোনা মহামারিতে অসহায়দের ত্রান সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বৃহস্পতিবার হিন্দু মহাজোটের নারায়নগঞ্জ জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় বন্দর এলাকায় ৭৫০ জন, লামা পাড়ায় ৩৭৫ জন ও শিতলা মন্দির প্রাঙ্গনে ৪০০ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শিবু দাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন খাদ্য বিতরন অনুষ্ঠানে হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সভাপতি অ্যাডঃ রঞ্জিত দে, সহ সাধারন সম্পাদক শিবু দাস, খোকন সাহা, সাংগঠণিক সম্পাদক নয়ন সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল, সহ সাংগঠণিক সম্পাদক মানিক দাস প্রমূখ। নারায়নগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লাশ সৎকারে সমস্যা হওয়ায় ১২ সদস্য বিশিষ্ট লাশ সৎকার টীম গঠন করা হয়। করোনা ভাইরাসে মৃত লাসের সৎকারে টীমকে বিশেষ প্রশিক্ষন দেন লাশ সৎকার টীমের প্রধান শ্যামল ঘোষ। শিবু দাস জানান দুর্যোগ যতদিন চলবে তত দিন ত্রান বিতরন অবঅহত থাকবে। করোনা ভাইরাসের কারনে একজন মানুষও অনাহরে থাকবে না মর্মে ঘোষণা করেন নারায়নগঞ্জ জেলা সভাপতি অ্যাডঃ রঞ্জিত দে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷