Breaking News

ওসমানীনগরে হিন্দুদের ত্রাণ দিতে নিষেধ করলেন পল্লীবিদুতের পরিচালক

শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার স্থানীয় একটি মসজিদে সবার সাথে ত্রান বিতরণ করেন। সরকারের নির্দেশ উপেক্ষা করে জনসমাগম করে মসজিদে ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন ওই বিএনপি নেতা। এসময় জনসমাগম সৃষ্টি হলে এবং মসজিদে ত্রান বিতরণের খবর পেয়ে স্থানীয় কিছু হিন্দু হতদরিদ্র মসজিদে আসেন। বিএনপি নেতা কামরুল ইসলাম তাদের উদ্যেশ্য করে বলেন হিন্দু কেউ এখানে আসবেন না। হিন্দু কারো নাম এই তালিকায় নেই তাই হিন্দু কাউকে ত্রান দেওয়া হবে না। ত্রান বিতরণের বিষয়টি ফেইসবুকে লাইভ করা হয় শাহ জামাল নামের এক জনের ফেইসবুক আইডি থেকে। সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে পরে। এবং নিন্দার ঝড় উঠেছে।  

উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি বলেন, ওই বিএনপি নেতা পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনের সময় সকল হিন্দুদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন। সবাই তাকে ভোট দিয়ে পল্লী বিদুৎ পরিচালক পদে নির্বাচিত করলেন এখন করোনা ভাইরাসের কবলে সংকটময় পরিস্থিতিতে তিনি যে কথা বলেছেন আসলে সেটি নিন্দনিয় ব্যাপার। আমি এই ঘটনার নিন্দা জনাই সাথে সাথে ওই ব্যক্তির স্বাস্থী চাই।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দাশ বলেন, বর্তমানে করোনা ভাইরাসে মাহামারিতে সারা বিশ্ব সংকটময়। এই সময়ে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিষ্টান তা দেখার বিষয় নয়। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো কর্তব্য। হিন্দুদের ত্রান দেওয়া হবে না এই বিষয়টি যে বলেছেন আমার মনে হয় তার মস্তিস্ক বিকৃত।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, মসজিদে জনসামগম করে ত্রান বিতরণ করা ঠিক হয়নি। এই সময় কে কোন জাতি তা দেখার বিষয় নয়। এ ব্যপারে দ্রুত জরিত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ওসিকে বলা হয়েছে।

1 টি মন্তব্য:

  1. তার নাম কামরুল ইসলাম, ঠিকানা ইলাশপুর , ওসমানীনগর, সিলেট, ওসমানীনগর থানার উল্টো দিকে তার বাড়ী । ছোট বেলা থেকেই মামার বাড়িতে বসবাস করে আসছে, তার আরেক ভাই নজরুল ইসলাম, সেও হিন্দু বিদ্বেষী, তার মামা দুজনেই ভালো লোক, সংস্কৃতি মনা ব্যক্তি, তার মামাদের মধ্যে হিন্দু মুসলিম বলে কিছু নেই।
    কামরুল ইসলামের বাবা একজন যুদ্ধ অপরাধী, তার বাবার দ্বিতীয় বিবাহের ফসল এই জানোয়ার, সে ও তার পাশের বাড়ির একটি মেয়েকে বাগিয়ে বিয়ে করেছে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন ভালো বংশের, সে মুলত বি এন পির রাজনৈতিক ভাবে জড়িত, তার ফেইসবুক পৌস্টে গিয়ে দেখুন তার মন্তব্য, কথায় আছে "A Muslim never be human being"!!

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷