Breaking News

জামালপুর জেলা বহু পুরানো শিব মন্দির ভূমিদস্যুরা মাটির সঙ্গে মিশিয়ে দখল করে নিয়েছে পুরো দেবোত্তর সম্পদ

সনাতন নিউজ২৪. 
বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত ঢালুয়াবারি গ্রামের  হাজরাবারি এলাকায় গত বৃহস্পতিবার (২৩-০৪-২০২০) এই লগ ডাউনের সুযোগে মেলান্দহ থানার অন্তর্গত একটি বহু পুরানো শিব মন্দির ভূমিদস্যু মৃত সেকান্দর খাঁ এর পুত্র নুরুল ইসলাম খাঁ তার দলবল নিয়া সাবল দিয়ে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দখল করে নিয়েছে পুরো দেবোত্তর সম্পদ!

আমাদের ময়মনসিংহ প্রতিনিধি শ্রী লিটন চন্দ্র দাস আজ সন্ধায় আমাকে এই সংবাদ দিয়েছেন!

উল্লেখ্য যে  ইতিপূর্বে এই মন্দির থেকে কষ্টি পাথরের মুল্যবান শিবলিঙ্গ চুরি হউয়ায় মামলা হয়। পরে মেলান্দহ থানা শিবলিঙ্গটি পুলিশ উদ্ধার করে। নিরাপত্তার কথা চিন্তা করে শিবলিঙ্গটি জামালপুর দয়াময়ী মন্দিরে হস্তান্তর করা হয় , শিবলিঙ্গ বর্তমানে দয়াময়ী মন্দিরে প্রতিষ্ঠিত আছে।

আমি অ্যাড রবীন্দ্র ঘোষ - বাংলাদেশে মাইনোরিটি ওয়াচের পক্ষে এই ব্যাপারে জামালপুর জেলার জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সঙ্গে কথা বলি (০১৭১৩০৬১১০০)। জেলা প্রশাসক মেলান্দহ উপজেলার উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ তামিম আল আমিনের সঙ্গে আমাকে কথা বলতে বলেন। আমি তামিম আল আমিন সাহেবের সঙ্গে মোবাইলে কথা বলেছি তিনি ব্যাপারটা কিছুই জানেন না বলে আমাদেরকে বলেছেন!

এই দুরভাগ্যজনক ঘটনার ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের সঙ্গে আমার মোবাইলে কথা হয়,  উনি আমাকে বলেছেন যে "এই ব্যাপারে কেউ মামলা দায়ের করে নি বা আমার সহযোগিতা কামনা করে নি, আমাদের করার কিছু নাই " তিনি একথা বলেছেন যে "ভারতে কি হচ্ছে আপনি দেখেন না ? " ভারতের তুলনা করা খুব অন্যায় বলে আমি ওসি সাহেবকে বলেছি এবং উনি আরো রাগ করে বললেন "বাংলাদেশের খবর নিচ্ছেন ভারতের খবর কি আপনারা রাখেন ?

তিনি (অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম) একথা বলেছেন যে, ভারতে কি হচ্ছে আপনি দেখেন না ? ভারতের তুলনা করা খুব অন্যায় বলে আমি ওসি সাহেবকে বলেছি এবং উনি আরো রাগ করে বললেন "বাংলাদেশের খবর নিচ্ছেন ভারতের খবর কি আপনারা রাখেন ? এই ধরনের সরকারী অফিসারের সাম্প্রদায়ীক মানসিকতা সংখ্যালঘুদের মন কে দুর্বল করে দেয়! জামালপুর জেলার এস , পি সাহেবকে বার বার মোবাইল করার পর উনি উনার মোবাইল ফোন(০১৭১৩৩৭৩৫৩২) ধরেন নি!

মাইনোরিটি ওয়াচ আশা করে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে শিব মন্দির যেখানে যে অবস্থায় ছিল তা সুরক্ষার সাথে সেখানে প্রতিষ্ঠা করা হোক এবং দখল উদ্ধার করে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। প্রত্যেক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা এবং ধর্মীয় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷