Breaking News

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র, পিতা তাঁর নাবালিকা মেয়েকে ফিরে পেতে আর্তনাদ

সনাতন নিউজ২৪.  
নাবালিকা_অপহরণ..
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র এক পিতার তাঁর নাবালিকা মেয়েকে ফিরে পেতে আর্তনাদ.প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেই চলছে কিন্তু একটি ঘটনারও সুষ্ঠু বিচার হচ্ছে না!

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ২০২০ ইং তারিখে নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত  শ্রী ধনেশ্বর রায়ের কন্যা শ্রীমতি প্রতিমা রানী রায়কে (১৭) কিছু  মুসলিম যুবক ১) মামুন ইসলাম (২২) , ২) মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮), ৩) মাসুদ রানা (২৬), ৪) মোঃ রাশেদ ইসলাম (২৩), ৫) মোঃ মশিউর রহমান (২২) সন্ধে ৭ ঘটিকার সময় মন্দিরে পুজা দিয়ে বাড়ি ফিরার পথে পাশে্র রাস্তার উপর থেকে অপহরণ করে এবং অপহরণকারীরা হিন্দু মেয়েটিকে ইসলাম ধর্মে দীক্ষিত করে কাবিননামা তৈরি করেছে । মেয়েটির নাম পরিবর্তন করে মোসাঃ খাদিজাতুন তৌহিরা নাম ধারন করে!
অপহরণের সময় উপস্তিত মনোরঞ্জন রায় , কৃষ্ণপদ রায়  সন্তোষ রায় ও মানিক রায় ঘটনা চোখে দেখেছেন। মেয়ের বাবা জানতে পেরে এক নম্বর আসামির পিতা মোঃ মুস্তাফিজুর রহমানের বাড়িতে গেলে মোস্তাফিজুর রহমান মেয়ের পিতাকে খারপ ভাষায় গালাগালি করে এবং অপমান করে।
মেয়ের পিতা ধনেশ্বর রায় ডিমলা থানায় আসামিদের বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণের মামলা দায়ের করেন আমাদের বাংলাদেশ মাইনরিটি ওয়াচের প্রতিনিধি দিলিপ কুমার রায়ের সহায়তায় । মামলার নং ১৬ তারিখ ১৯।০৪।২০২০ । পুলিশ মেয়েটিকে উদ্ধার করে কোর্টে চালান দেওয়ার পর ম্যাজিস্ট্রেট মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছে । আসামি ধরা পরেনি!
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ও শাস্তির বিধান করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছে ।  দাবি জানাচ্ছে এই বলে যে নাবালিকা মেয়েটিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে বিয়ে দেয়া আইন বিরোধী ( শিশু আইন )। মেয়েটাকে তার পিতার নিকট ফেরত দিতে অনুরোধ করছি।

গৌতম হালদার প্রান্ত
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি)
২২-০৪-২০২০



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷