ঢাকায় করোনা কালে শবসৎকারে কেউ নেই পাশে,হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিম
সনাতন নিউজ২৪.
বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে পৃথিবীর সবাই অসহায় হয়ে পড়েছে। এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও মরদেহের আশেপাশেও আসতে চাচ্ছে না পরিবারের আপনজনরা। এমন ঘটনা ঢাকার সূত্রাপুর থানার প্যারীদাস রোডে নিবাসী কালাচাঁদ ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করিলে অতি কাছের আপনজনরা করোনার আক্রান্ত সন্দেহে সবাই শবসৎকার করার দায়িত্ব এড়িয়ে যায় , এ’সময় বাংলাদেশ জতীয় হিন্দু মহাজোটের শবসৎকার টিমের নম্বরে ফোন দেন। সাথে সাথে বাংলাদেশ জতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিম পূর্বের ঘোষণা অনুযায়ী শব সৎকার এর দায়িত্ব গ্রহণ করেন।
আজ বুধবার (২২শে এপ্রিল -২০২০ খ্রীস্টাব্দ) রাজধানী ঢাকার সূত্রাপুর থানার ২৮/এ প্যারীদাস রোড নিবাসী কালাচাঁন ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরন করলেও শবদেহ ( লাশ) দাহ করার মত সেচ্ছাসেবক না থাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিমকে লাশ দাহ করতে সহযোগীতা চান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টিম শবদেহ ( লাশ) নিয়ে পোস্তগোলা মহাশ্মশানের পথে রওনা হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে পৃথিবীর সবাই অসহায় হয়ে পড়েছে। এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও মরদেহের আশেপাশেও আসতে চাচ্ছে না পরিবারের আপনজনরা। এমন ঘটনা ঢাকার সূত্রাপুর থানার প্যারীদাস রোডে নিবাসী কালাচাঁদ ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করিলে অতি কাছের আপনজনরা করোনার আক্রান্ত সন্দেহে সবাই শবসৎকার করার দায়িত্ব এড়িয়ে যায় , এ’সময় বাংলাদেশ জতীয় হিন্দু মহাজোটের শবসৎকার টিমের নম্বরে ফোন দেন। সাথে সাথে বাংলাদেশ জতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিম পূর্বের ঘোষণা অনুযায়ী শব সৎকার এর দায়িত্ব গ্রহণ করেন।
আজ বুধবার (২২শে এপ্রিল -২০২০ খ্রীস্টাব্দ) রাজধানী ঢাকার সূত্রাপুর থানার ২৮/এ প্যারীদাস রোড নিবাসী কালাচাঁন ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরন করলেও শবদেহ ( লাশ) দাহ করার মত সেচ্ছাসেবক না থাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিমকে লাশ দাহ করতে সহযোগীতা চান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টিম শবদেহ ( লাশ) নিয়ে পোস্তগোলা মহাশ্মশানের পথে রওনা হয়েছে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷