ঢাকার পাকিস্তান দূতাবাস নিষিদ্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
সনাতন নিউজ২৪. <> ঢাকা বাংলাদেশঃ-
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণ সভায় এ দাবি করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের সাধারণের সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বলেন, এই জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের জনগণ তথা সমগ্র বিশ্ববাশীর কাছে পাকিস্তান সরকারকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং হত্যাযজ্ঞের জন্য পাকিস্তানি পণ্য বর্জন করতে হবে।
তিনি বলেন, শহিদ বুদ্দিজীবী হত্যার মধ্য দিয়ে সারা বিশ্বের সামনে পাকিস্তান একটি জঘন্য রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, যেন আমরা একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শোষনমুক্ত সমাজ এবং উন্নত দেশ গড়তে পারি। শহীদদের এই দেশকে গড়ে তোলার জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷