অশান্ত পৃথিবীতে শান্তি ফেরাতে পারে গীতার বাণী, দাবি মার্কিন হিন্দু আইনপ্রণেতা তুলসী গাব্বার্দের
সনাতন নিইজ২৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসেবে শপথ নিয়েছিলেন ভগবদগীতা হাতে শপথ নেন হাওয়াইয়ের তুলসী গাব্বার্দ (৩১)। তুলসি গাব্বার্দ প্রতিদিন ছাত্রছাত্রীদের বোঝাচ্ছেন এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে একমাত্র পথ দেখাতে পারে গীতা।
একদিকে করোনার মার, অন্যদিকে কৃষ্ণাঙ্গ মৃত্যুতে হিংসাত্মক প্রতিবাদ। সব মিলিয়ে সময়টা মোটেও ভাল যাচ্ছে না আমেরিকার। এহেন টালমাটাল পরিস্থিতিতে ভগবত গীতায় দিতে পারে শান্তি।এ বছর মার্কিন মুলুকে হিন্দু স্টুডেন্ট কাউন্সিলের বার্ষিক সমাবেশ এবার আয়োজন হয়েছিল ভার্চুয়াল পদ্ধতিতেই। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন হাওয়াইয়ের সাংসদ তুলসি গাব্বার্দ। আমেরিকার প্রথম হিন্দু আইন প্রণেতা তুলসী বলেন, “এই অস্থির সময়ে নিশ্চয়তা, শক্তি ও শান্তি পেতে হলে ভক্তিযোগ ও কর্মযোগের সাধনা করুন।
ঠিক যেমনটা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন।” হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ নির্বাচিত এই সাংসদ গীতা পাঠে জোর দিয়ে আরও বলেন যে, “আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, নিজেদের প্রশ্ন করুন, আপনাদের জীবনের উদ্দেশ্য কী। এটি গভীর প্রশ্ন। এই মুহূর্তে আমাদের উচিত ঈশ্বর ও তাঁর সন্তানদের সেবা করা। এটা আপনাদের বুঝতে হবে।” গীতার সূত্র ধরে তিনি মনে করিয়ে দেন, এই পরিস্থিতিতে মানুষকে সাময়িক সাফল্যের দিকে না তাকিয়ে কর্মে মনোযোগ দিতে হবে। হিন্দু প্রার্থনার শক্তিতেও জোর দিতে বলেন তিনি। নতুন দিনের নেতা তৈরি হবে এই ছাত্রদের মধ্য থেকেই, আশার বীজ বপণ করে বক্তব্য শেষ করেন তিনি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷