পুলিশি নির্যাতনে নিখিল তালুকদারকে হত্যার প্রতিবাদে ১৪ জুন আমেরিকার নিউইয়র্কে
সনাতন নিইজ২৪.
দীনেশ চন্দ্র মজুমদার, নিউইয়র্ক :-'বৈষম্য আর বিদ্বেষের বিরুদ্ধে মানবতা'র আহ্বানে বিশ্বের সব অধিকার সচেতন মানুষের সম্পৃক্ত হওয়ার সময় আজ। ক্ষোভ আর দ্রোহের এ উচ্চারণ শুধু আমেরিকার নাগরিকদের উচ্চারণ নয়, এই উচ্চারণ আপনার, আমার,সবার।' বাংলাদেশে পুলিশি নির্যাতনে নিখিল তালুকদারকে হত্যার প্রতিবাদে ১৪ জুন আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই কথা বলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজার সামনে ১৪ জুন রবিবার বিকেল ৫ টায় করোনাকালীন সামাজিক দূরত্ব ও সচেতনতা মেনে স্বল্প পরিসরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন দীনেশ চন্দ্র মজুমদার, গোপাল স্যানাল, শুভ রায় ও দীপক দাস। অন্যান্যের মধ্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গোপাল স্যানাল,অংশু বৈদ্য, সনজিত কুমার ঘোষ, বিভাষ মল্লিক, লিটন চৌধুরী, প্রকাশ গুপ্তা প্রমুখ।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷