Breaking News

আগামী শুক্রবার শিবরাত্রি, জেনে নিন পঞ্জিকা মতে শিব পুজোর মহেন্দ্রক্ষণ ও সম্পূর্ণ নির্ঘণ্ট

আগামী শুক্রবার শিবরাত্রি, জেনে নিন পঞ্জিকা মতে শিব পুজোর মহেন্দ্রক্ষণ ও সম্পূর্ণ নির্ঘণ্ট
• আগামী শুক্রবার অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই পড়েছে এবারের শিবরাত্রি ৷
• বাংলা পঞ্জিকা মতে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন, বিকেল ৫.৪১ মিনিটে তিথি লাগছে এবং ২২ ফেব্রুয়ারি ৯ ফাল্গুন ৬.৩৯ মিনিটে ছেড়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে উপবাসে থেকে মহাদেবের মাথায় জল ঢালতে হবে ৷
• শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই।
• সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়।
• এরপর চতুর্দশীর দিন খুব সকাল সকাল উঠে কালো তিল ভেজানো জলে স্নান করতে হয়।শিব পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়।

• বলা হয়, শিবরাত্রি ব্রত পালনের সময় নিজেকে সংযত রাখতে হয় আর তাই স্নান করে উঠে সংকল্প করা জরুরী।
• চতুর্দশীর সারাদিন নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখার জন্য সংকল্প করার কথা বলা হয়। এর জন্য সারাদিন উপবাস রাখতে হবে এবং মনে মনে ওঁ নমঃ শিবায়ঃ মন্ত্র জপ করতে হবে ৷ তাহলেই মহাদেব সন্তুষ্ট হবেন ৷



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷