Breaking News

ফরিদপুর ভূমি দখল করার উদ্দেশে হিন্দুদের উপরে এলোপাতাড়ি হামলা

ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানার নতিবাদিয়া গ্রামে গত ১১।১।২০২০ তারিখে বেলা ২ ঘটিকার সময় আসামি মোঃ আদু ফকির (৫৫)। হবি ফকির (৪৫) টিটুল ফকির (৩৫), মিটুল ফকির (৩০) , সোমা ফকির (২৬) অজ্ঞাতনামা আরো ৪-৫ জন সন্ত্রাসী হিন্দুদের ভূমি দখল করার অসৎ উদ্দেশে তাদের হাতে থাকা লোহার রড ও বাশেঁর ফারা দিয়া অতর্কিতে এলোপাতাড়ি হামলা করে হিন্দুদের উপরে।

এই হামলার ফলে বিথীকা সরকার (২২) জয়দেব সরকার (৩০) যথেষ্ট জখম হয় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ;। আসামী দের হাতে থাকা লোহার রড ও অন্যান্য মারাত্মক অস্ত্র দিয়ে জয়দেব সরকারকে নীলা ফুলা জখম করে । লাঠি লোহার রড দিয়ে বিথীকা সরকারকে এলোপাতাড়ি মারধর করে তাকে বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে আসামিগন বিথীকা সরকারের গলায় থাকা একটি আট আনা ওজনের স্বর্ণের চেইন দাম ২৭,০০০/ টাকা নিয়ে যায় , অনধিকার পরিমল সরকার এই ব্যাপারে আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইন ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ ১১৪ মামলা নম্বর ১৮/১৮ তারিখ ২৩।১।২০

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ থানা কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানতে পারেন যে পাঁচ জন আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো ৪ জন আসামিকে গ্রেফতার করার প্রচেষ্টা চলছে বলে আমাকে মোঃ আমিনুর রহমান অফিসার ইনচার্জ জানিয়েছেন ।

বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ উক্ত তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট দাবী জানাচ্ছে ।


Some culprits belonging to Muslims 1) Mohammad Adu Fakir (55), 2) Hobi Fakir (45) 3) Titu Fakir (35), 4) Mitul Fakir (30), 5) Soma Fakir (26) at Natibadia village of Boalmari police with iron rods, bamboo under Faridpur district attacked Hindus at around 6.30pm on 6.1.2020 and some. Unidentified assailants attacked them with iron rods and Basheer Farah, with ulterior motives of occupying the lands of the Hindus. .

As a result of the attack, Bithika Sarkar (22), Jaydev Sarkar (1) sustained considerable injuries and were taken to hospital; Jaydev Sarkar’s injury was fatal with an iron rod and other deadly weapons in his hand. Adu Fakir beat Bithika Sarkar with iron rod and severely injured him in various limbs. He also carried an eight-weight gold chain necklace on the neck of the Bithiika Case Number 5/3 dated 24.1.2020 lodged by Parimol Sarkar at Boalmari Police station, Faridpur.

Talking to the officer- Advocate Rabindra Ghosh of Bangladesh Minority Watch, found out that one of the four accused has been arrested and efforts are underway to arrest more accused.

Bangladesh Minority Watch strongly condemned the incident of attack on Minorities and demanded the government to take legal action by arresting the other accused immediately and interrogating them in custody. The perpetrators should be punished as per law of the land and the compensation be paid to victims of torture and adequate medical assistance be accorded to them.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷