বগুড়া জেলার চারদিন ব্যাপী মহানাম যোগ্যানুষ্টান হামলা চালায়
বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত চরপাড়া হালদারপাড়াতে পুর্ব শত্রুতার জের ধরে গত ২২।০২।২০ তারিখে চারদিন ব্যাপী মহানাম যোগ্যানুষ্টান ভোর থেকে শুরু হলে
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের বগুড়া প্রতিনিধি বিকাশ কুমার উক্ত ঘটনা প্রতিস্টানের সভাপতি অ্যাডঃ রবীন্দ্র ঘোষকে জানালে তিনি হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা সরাসরি বগুরা জেলার পুলিশ সুপার এবং সোনাতলা থানার অফিসার ইন চার্জ কে জানালে পুলিশ সতর্ক হয় এবং পরে সোনাতলা থানায় ৪ জন হামলাকারীদের বিরুদ্দে মামলা দায়ের হয়, মামলা নং ১৩ তারিখ ২৩।০২।২০২০, মামলা করেছেন শ্রী মদন প্রামানিক।
ঐ গ্রামের মুরুব্বি শ্রী গবরু প্রাং জানালেন,অনুষ্ঠান বহু দিন হল হচ্ছে ত্র রকম তান্ডব কোনদিন দেখিনি ৷জোড়গাছা ইউ পি চেয়ারম্যান জানালেন বিষয়টি দুঃখ জনক ৷ সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাছুদ চৌধুরী জানালেন,আমি বিষয়টি মুঠো ফোনে জানতে পেরে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠাই ত্রবং বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে।৷ঘটনাটি তদন্ত করছেন বাংলাদেশ মাইনোরেটি ওয়াচের জেলা প্রতিনিধি বিকাশ স্বর্নকার সাথে ছিলন ডাঃ বিপুল সাহা,শ্রী সবুজ রায়,মোঃ হারুন মন্ডল । রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয় নাই ।
উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ মাইনোরেটি ওয়াচ তীব্র নিন্দা জানাচ্ছে ত্রবং অনতিবিলম্ভে দোষিদের আইনের আওতায় এনে শাস্তি বিধানের জোর দাবি জানাচ্ছে ৷
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷