সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রদেশে চলছে সনাতনীদের শারদীয় দুর্গাপূজা।
সনাতন নিউজ২৪. <> ঢাকা বাংলাদেশ ঃ-
প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রম ভাবে উদযাপিত হয়েছে আল আইনের সার্বজনীনভাবে দুর্গা মায়ের পূজা। দুর্গাপূজার মহাসপ্তমী। আল আইন লােকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের মন্দিরে যথারীতি প্রচলন দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের নানা আয়ােজনের মধ্যে শুরু হয়েছে সপ্তমী মায়ের পূজা। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে এসেছেন ভক্তবৃন্দরা।
মন্দিরে আসা ভক্তবৃন্দরা বলেন, এই করােনা কালীন সময়ে পুস্পাঞ্জলী নিতে পারে আমরা অনেক আনন্দিত। ধূপকাঠি ও মােমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা। মায়ের ভােগ, গীতা পাঠ, আরতি ও করােনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা ও প্রসাদের ব্যবস্থা।
পুজা পরিচালনার সদস্যরা বলেন, আমরা সবার স্বাস্থ্য বিধি এবং আইন শৃঙ্খলা মেনে মরুর বুকে একমাত্র মাকে দর্শন নেওয়ার জন্য ছােট্ট পরিসরে ঘট এবং ডালের মধ্যে দিয়ে পূজা করে যাচ্ছি। সারা বিশ্বের পরিস্থিতি ভালাে হলে আগামীতে আমরা বড় ধরনের পূজা করার আশা রাখি।
মহাঅষ্টমী পরেরদিন নবমী এবং ২৬ শে অক্টোবর বিজয়া দশমীর অঞ্জলি শেষে সনাতনী দের সবচেয়ে বড় উৎসব দুর্গা দেবীকে বিসর্জন এর মাধ্যমে বিদায় জানিয়ে সমাপ্তি করা হবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷