Breaking News

নালিতাবাড়ীতে রেললাইনের দাবিতে মানববন্ধন ও স্বরলিপি প্রধান।

   সনাতন নিউজ২৪.

ঢাকা- বাংলাদেশ ঃ-


আমগর বাড়ি নালিতাবাড়ী, আমরা চাই রেলগাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রেললাইনের দাবিতে মানববন্ধন করেলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথমআলো বন্ধুসভার আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত।

বন্ধুসভার সভাপতি জয় সাহার সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, প্রথমআলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, উদিচী শিল্প গোষ্ঠীর সভাপতি আব্দুর রহমান তালুকদার, যুবলীগ নেতা একে সামছুদ্দিন চঞ্চল, নাট্যশ্রামীর সভাপতি শাহাদত হোসেন খোকন, উসন সভাপতি জোবায়ের আলম জুয়েল, জাগ্রত মানতার সভাপতি জোবায়ের আহমেদ জয়, বিডিক্লিন সভাপতি সাব্বির আহমেদ বাদশা, ইউএফএইচের সভাপতি অর্নব রায় পার্থ, দ্বীপশিখার সভাপতি সাব্বির আহমেদ, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাজমুন নাহার প্রমুখ।


মানববন্ধন শেষে রেলমন্ত্রীর বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের কাছে দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা কলেন, দীর্ঘ দিন ধরে জেলায় রেললাইন আসবে বলে আলোচনা রয়েছে। এই প্রেক্ষিতে জেলার নালিতাবাড়ী উপজেলায় প্রকৃতিক সৌন্দর্য সম্বলিত পর্যটন এলাকা রয়েছে। এছাড়া ব্যাবসা বানিজ্য প্রসারে নাকুগাঁও স্থলবন্দর রয়েছে। এছাড়া দুদেশের যাতায়াতে নাকুগাঁও ইমেগ্রেশন রয়েছে। ফলে ভুটান ও ভারতের সাথে সহজ যোগাযোগ স্থাপনে সুযোগ রয়েছে। তাই নালিতাবাড়ীতে রেললাইন স্থাপন করা হলে শুধু যাতায়াত নয়, ব্যবসা বানিজ্যের উন্নতি হবে।





শেরার করুণ........


 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷