ফ্রান্সে বাংলাদেশ হিন্দু সেবা সংঘের আয়োজনে কালীপূজা..!
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ব্যাপক আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের লাকর্ণভে আয়োজিত এ পূজায় বিপুলসংখ্যক প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনের সাথে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় পূজার্থীদের শুভেচ্ছা জানান রতন কুমার সাহা, ভজ কৃষ্ণ ঘোষ, বিষ্ণু বৈষ্ণব, প্রভাত সরকার, সুমন মল্লিক , গান্ধী বিশ্বাস, লিপন সাহা, সুজিত মন্ডল,টুটুল পাল, সাজু দে, বিপ্লব সাহা, কৃষ্ণ বাগচী, রণজিৎ বাড়ৈ, মানিক দাস, টিটু বিষ্ণ।
এসময় বাংলাদেশ হিন্দু সেবা সংঘের নেতৃবৃন্দ পূজায় আগত ভক্ত ও উপস্থিত সুধীজনদের ধন্যবাদ দেন। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে তেমনটাই প্রার্থনা করেন।
শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন এসময় পূজার্থীরা । এ সময় মণ্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়।
অনুষ্ঠানের শেষ প্রান্তে গান পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীত শিল্পী শিউলি গিয়াস।
শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনের সাথে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় পূজার্থীদের শুভেচ্ছা জানান রতন কুমার সাহা, ভজ কৃষ্ণ ঘোষ, বিষ্ণু বৈষ্ণব, প্রভাত সরকার, সুমন মল্লিক , গান্ধী বিশ্বাস, লিপন সাহা, সুজিত মন্ডল,টুটুল পাল, সাজু দে, বিপ্লব সাহা, কৃষ্ণ বাগচী, রণজিৎ বাড়ৈ, মানিক দাস, টিটু বিষ্ণ।
এসময় বাংলাদেশ হিন্দু সেবা সংঘের নেতৃবৃন্দ পূজায় আগত ভক্ত ও উপস্থিত সুধীজনদের ধন্যবাদ দেন। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে তেমনটাই প্রার্থনা করেন।
শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন এসময় পূজার্থীরা । এ সময় মণ্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়।
অনুষ্ঠানের শেষ প্রান্তে গান পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীত শিল্পী শিউলি গিয়াস।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷