[পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ হিন্দু মহাজোটের ৭দফা দাবির বাস্তবায়নে, বিক্ষোভ সমাবেশ আলোর মিছিল
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ হিন্দু মহাজোটের ৭ দফা দাবির বাস্তবায়নে, সারা বাংলাদেশ ব্যাপি বিক্ষোভ সমাবেশ আলোর মিছিল করে। ১২/১১/২০২১ইং শুক্রবার
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর ৭দফা দাবি
(১নং) জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। (২নং)সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করতে হবে।(৩নং) হিন্দু পারিবারিক আইন কোন পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা চলবে না। (৪নং) দূর্গা পূজায় ৩ দিনের ছুটি ও রথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।(৫নং) সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকুরিতে ২০% কোটার ব্যবস্থা করতে হবে।(৬নং) রমনাকালি মন্দিরসহ সকল বেদখলকৃত মন্দির ও দেবোত্ত সম্পত্তি পুবরুদ্দার এবং যাদুঘরে সংরক্ষিত দেব বিগ্রহ সহ সকল উদ্ধারকৃত দেববিগ্রহ পূজার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ফেরত দিতে হবে। (৭নং) একটি বৈদিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও টোল শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
নিম্ম লিখিত দাবির পক্ষে গণআন্দোলন গড়ে তুলছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবং এই দাবি সনাতনী সহ বাংলাদেশে বসবাসরত সকল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷