Breaking News

[পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ হিন্দু মহাজোটের ৭দফা দাবির বাস্তবায়নে, বিক্ষোভ সমাবেশ আলোর মিছিল


 পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ হিন্দু মহাজোটের ৭ দফা দাবির বাস্তবায়নে, সারা বাংলাদেশ ব্যাপি বিক্ষোভ সমাবেশ আলোর মিছিল করে। ১২/১১/২০২১ইং শুক্রবার  

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর ৭দফা দাবি

(১নং) জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। (২নং)সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করতে হবে।(৩নং) হিন্দু পারিবারিক আইন কোন পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা চলবে না। (৪নং) দূর্গা পূজায় ৩ দিনের ছুটি ও রথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।(৫নং) সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকুরিতে ২০% কোটার ব্যবস্থা করতে হবে।(৬নং) রমনাকালি মন্দিরসহ সকল বেদখলকৃত মন্দির ও দেবোত্ত সম্পত্তি পুবরুদ্দার এবং যাদুঘরে সংরক্ষিত দেব বিগ্রহ সহ সকল উদ্ধারকৃত দেববিগ্রহ পূজার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ফেরত দিতে হবে। (৭নং) একটি বৈদিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও টোল শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

নিম্ম লিখিত দাবির পক্ষে গণআন্দোলন গড়ে তুলছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবং এই দাবি সনাতনী সহ বাংলাদেশে বসবাসরত  সকল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, যুগ্ম মহাসচিব শ্যামল কান্তি নাগ, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী, যুব বিষয়ক সম্পাদক কিশোর বর্মন, যুগ্ম মহাসচিব দুলাল কর্মকার, মুন্সীগঞ্জ জেলা সভাপতি সুশান্ত চক্রবর্তী, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অ্যাডঃ গৌরাঙ্গ মন্ডল, নির্বাহী সভাপতি পরেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তোলন চন্দ্র পাল, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মৃণাল মধু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক সজিব কুণ্ডু, প্রধান সমন্বয়কারী ধ্রুব বারুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷