Breaking News

[শেরপুর নালিতাবাড়ীতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


শেরপুর নালিতাবাড়ীতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
১১ নভেম্বর২০২১ বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা হয় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় নেতা বাবু গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, ওয়াজ কুরুনী। অনুষ্ঠানটি আয়োজন করেন নালিতাবাড়ী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহামেদ। উপজেলা যুবলীগ সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, সায়েদুর রহমান বাবলু, ফরিদ তালুকদার, মনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন,সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সেতু সহ ১২ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মী।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠালাভ করে সংগঠনটি।



বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷