[সনাতনধর্ম গ্রহন করলেন "মুজাফফরনগরের"(১৫ সদস্যের) মুসলিম পরিবার
সনাতনধর্ম গ্রহন করলেন "মুজাফফরনগরের" (১৫ সদস্যের) মুসলিম পরিবার।।
দীনেশ জারিনা হলেন মিথলেশ। এভাবেই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বঘরার চারটি মুসলিম পরিবারের ১৫ জন সদস্য আবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন। তাঁদের দাবি, ১৮ বছর আগে ভয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন। এবার স্বেচ্ছায় ফিরে এসেছেন আপন ঠিকানায়।
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদনে বলা হয় বঘরার যশবীরাশ্রমের পরিচালক ও প্রতিষ্ঠাতা যশবীরজি মহারাজের সাথে ওই পরিবারের সদস্যরা নিজে থেকে যোগাযোগ করেন। বিনোলি এলাকার ওই ১৫ জন বাসিন্দা সোমবার আশ্রমে এসে আবারও সনাতন ধর্মে প্রত্যাবর্তনের আর্জি জানান। সেইমতো বঘরার যশবীরাশ্রমের পরিচালক ও প্রতিষ্ঠাতা আশ্রমেই যাবতীয় আয়োজন করেন। ওই ১৫ জনের ‘শুদ্ধিকরণ’ হয়। গায়ন্ত্রী মন্ত্র জপ করেন ওই ১৫ জন। হোমেরও আয়োজন করা হয়।সনাতনে ফিরে আসেন পাঁচজন পুরুষ এবং ১০ জন মহিলা।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷