[নালিতাবাড়ীতে(৬৪)বোতল ভারতীয় মদসহ দুই মাদকব্যবসাহী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব -১৪)
শেরপুর নালিতাবাড়ীতে।।(৬৪) বোতল ভারতীয় মদসহ দুই মাদকব্যবসাহী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব-১৪)
(২৪,অক্টোবর,২০২১) দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আজ রবিবার সকালে নালিতাবাড়ী উপজেলা আন্দারুপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শেরপুর সদর উপজেলা চান্দেরনগর মাইজপাড়া এলাকার রওশদ আলীর ছেলে (মোহাম্মদ খোরশেদ আলম ৩৭) এবং নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্রো ছেলে (আব্দুল আজিজ ৩২)
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড় নয়টার দিকে র্যাবের অপারেশন দল জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলায় আন্দারুপাড়া গ্রামে বারমারী মিশন মোড় সংলগ্ন শ্যামল চিসিমের চায়ের দোকানে সামনে অভিযান পরিচালনা করেন। এসময় মোহাম্মদ খোরশেদ আলম ও মোহাম্মদ আব্দুল আজিজকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৬৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিল বলে স্বীকার করে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷