[সারাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে, কানাডায় টরেন্টোতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি
মানববন্ধনে বক্তরা বলেন, বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সংখ্যালঘুদের উপর হামলা, নীপিড়ন বাড়ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের রুখে দাঁড়াতে হবে।
’সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ‘সচেতন নাগরিক সমাজ, টরন্টো’-এই ব্যানারে সকল দল-মতের মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাতে টরেন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷