[কিশোরগঞ্জ করিমগঞ্জতে রাস্তায় মধ্যে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন নারী
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকায় রা’স্তার মধ্যে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন এক নারী। রোববার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবজাতকসহ ভারসাম্যহী’ন নারীকে উ’দ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসান আল তুরাবী বলেন, বাচ্চার মা কিছুটা পানি শুন্যতায় ভু’গছেন। সেই সঙ্গে কিছুটা র’ক্তপাত হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক ভালো আছে।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মানসিক ভারসাম্যহী’ন ওই নারী ও তার সন্তানকে হাসপাতালে আনা হলে প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে আমার বাসায় নিয়ে আসা হয়েছে।
বর্তমানে আমার স্ত্রী লাইজু শিশুটির দেখা-শোনা করছে। লাইজু আক্তার বলেন, আমার দুটি কন্যাশি’শু আছে। শিশুটিকে আমি নিজের সন্তানের মতো আদর-যত্ন করছি। আমার ননদের কোনো সন্তান নেই। আমি আমার ননদের জন্য শিশুটিকে দ’ত্তক নিতে চাই। সেজন্য সরকারি সকল নিময় মেনেই শিশুটির জন্য আবেদন করব।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷