[শ্রীশ্রী কৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী
যখনই ধর্মে অধর্মের অভ্যুত্থান হয়,তখনই ভগবান শ্রী বিষ্ণু নিজেকে প্রকাশ করে সাধুদের,পরিত্রাণ,দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদভ বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকেই ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি হিন্দুদের কাছে খুবই পুণ্য তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। আগামী ১৩ ভাদ্র, ৩০ অগস্ট, সোমবার শ্রীশ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–অষ্টমী তিথি আরম্ভ–বাংলা– ১২ ভাদ্র, রবিবার,ইংরেজি– ২৯ অগস্ট, রবিবার,সময়– রাত ১১টা ২৭ মিনিট।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷