Breaking News

[শেরপুর শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় প্রতিমা ভাংচুর ও আহত ৭



শেরপুর শ্রীবরদীতে উপজেলায় উপজেলার রানিশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ উঠেছে। ওই এলাকার হিন্দুরা বলছেন, দুর্বৃত্তরা তাদের মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করেছে। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সমকালকে জানান, রোববার রাতে হামলার ঘটনায় নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ক্ষীরমোহন, সজল (২০) ও  সজলের মা ফুলমতি (৪৫)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভায়াডাঙ্গা বাজারে খাস জমিতে জমিদার আমল থেকে রাজভর সম্প্রদায়ের ১২টি পরিবার পরিবার বসবাস করছেন। তহসিল অফিসের সামনে দিয়ে যাতায়াতের একটি কাঁচা সড়ক রয়েছে। সড়কের পাশেই রয়েছে মন্দির। বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে।

রোববার স্থানীয় কয়েকজন মাটি কেটে সড়কের পানি তহসিল অফিসের পিছন দিয়ে বের করে দেয়। এসময় ওই সড়ক দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন হাছেন মিয়ার ছেলে এরশাদ। এতে এরশাদ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন । কিছুক্ষণ পর প্রায় ৩০ জনকে ঘটনাস্থলে আসে এবং মন্দিরে হামলা করে।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। রোববার রাতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার ইউএনও ও উপজেলা চেয়ারম্যান আক্রান্ত পরিবারকে দেখতে সেখানে যান।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র  সমকালকে বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷