Breaking News

[গাইবান্ধার সুন্দরগঞ্জে পাথাড়ী কালি মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ


 মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাইকরের তল পাতাড়ী কালি মন্দিরে এ ঘটনা ঘটেছে। 

এঘটনায় থানায় মামলা করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং  আলামত জব্দ করেন।  

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পূজা শেষ করে রাত ৮ টার দিকে সনাতনধর্মী লোকজন পাশাপাশি দুইটি মন্দিরের দরজা লাগিয়ে চলে যায়। পরে রাত একটা হতে দুইটার মধ্যে যে কোন সময় দুই মন্দিরের ৪ টি প্রতিমার মাথা ও প্রতিমার বাহন ভেঙ্গে ফেলে অগ্নি-সংযোগ করে অজ্ঞাতনামা ব্যক্তি। 

এরপর লোকমুখে খবর পেয়ে মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন কয়েকজনকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। 

বুধবার সকালে পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফসহ উর্ধতন কর্তৃপক্ষ  ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো  জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আমি এই ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অতি দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে শাস্তির দাবি করি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷