Breaking News

[হিন্দুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হস্থক্ষেপে হিন্দু মহাজোট


 শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সংগঠনের প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম-মহাসচিব সুজন দে সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ভোলায় দুই সহোদয় ভাই তপন সরকার ও দুলাল সরকার তাদের জমি বিক্রির টাকা চাইলে ভূমিদস্যুরা তাদেরকে নিশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। ঝিনাইদহের শৈলকুপায় রেখা রানী কে নিশংস ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি দখলে বাঁধা দেওয়ায় লালমনিরহাটের হারাধন রায় ও তার স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শরীয়তপুরে অপু চন্দ্র ও শিশির চন্দ্রের বাড়ি ও মন্দিরে চিঠি দিয়ে চাঁদা দাবি অন্যথায় ভারত চলে যাওয়ার হুমকি। বোয়ালমারীতে শ্মশানের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ সহ শতাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার করে শাস্তি দাবি করেন।

বক্তারা আরো বলেন, সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় নির্বাচন-পরবর্তী হিন্দুদের শত শত বাড়িঘরে ব্যাপক হামলা, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। ব্যাপক হামলায় হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী আসাম রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পশ্চিমবাংলার এই ন্যাক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন এবং পশ্চিমবাংলার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷