Breaking News

[কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাবে পুলিশের বিশেষ উপহার সামগ্রী


 কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাবে পুলিশের বিশেষ উপহার সামগ্রী এমনি একটি লেখা (৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা পুলিশ সুপারের ফেসবুক পেজে পোস্ট করা হয়। এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পুলিশ সুপারের এমন ঘোষণার পর জেলার পুলিশ কন্ট্রোল রুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ফোন আসতে শুরু করে। এই জেলায় রোববার (২৩ জানুয়ারি)থেকে এ পর্যন্ত (১৯৭টি) কন্যাসন্তান ভূমিষ্ঠ হয় এবং এই পরিবারগুলোকে বিশেষ উপহার দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নবজাতকের প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া। এ বিষয়ে জাহিদুল ইসলাম জানায়, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী।এই বিপুলসংখ্যক নারী পিছিয়ে থাকলে দেশের  সামগ্রিক উন্নয়ন করা  অসম্ভব।

চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইনশৃঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করার সহযোগিতা চান তিনি।কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাচ্ছে উপহার। অনন্য এই উদ্যোগটি নিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।

কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাবে পুলিশের বিশেষ উপহার সামগ্রী এমনি একটি লেখা (৭জানুয়ারি) চুয়াডাঙ্গা পুলিশ সুপারের ফেইসবুক পেজে পোস্ট করেন। এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

পুলিশ সুপারের এমন ঘোষণার পর জেলার পুলিশ কন্ট্রোল রুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ফোন আসতে শুরু করে। এবং (২৩ জানুয়ারি) পর্যন্ত ১৯৭টি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়, এবং পরিবারগুলোকে বিশেষ উপহার দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷