[যশোর জেলা শাখা হিন্দু যুব ও ছাত্র মহাজোটের উদ্যোগে বেদখলকৃত শ্মশানের জায়গা উদ্ধার করে দিল
১৯৬২ সাল থেকে হিন্দুদের শ্মশানের জন্য বরাদ্ধকৃৃত এই জায়গাটি দখলদারদের কবলে ছিল দীর্ঘ ৫৮ বছর পর শ্মশানের জমি পুনরুদ্ধার করাতে সক্ষম হন। তাই আনন্দের আত্মহারা ঐ এলেকার হিন্দু জনগোষ্ঠী। এই সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যশোর জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের ভূয়সী প্রসংশা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় লোকজন।
যশোর জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি স্বর্গ পাল বিজয়া টিভি কে বলেন আবারও প্রমাণিত হলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কখনো কোনো ব্যক্তি স্বার্থে তাদের কার্যক্রম পরিচালনা করে না সমস্থ হিন্দু জাতীর কল্যানে কাজ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট” শ্মশান পুনরুদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় শাখার যুগ্ম সচিব রনজিত দাস, বাংলাদেশ জাতীয় যুব মহাজোট যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী সঞ্জয় দাস, আহবায়ক অপু বস , সদস্য সচিব শুভ নাথ , বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যশোর জেলা শাখার সভাপতি স্বর্গ পাল , সাধারণ সম্পাদক সজল দাস , সহ-সাধারণ সম্পাদক হৃদয় দাস, সহ-সভাপতি তাপস বিশ্বাস , সহ সভাপতি সৌমিক দেবনাথ সহ প্রমুখ
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷