Breaking News

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও রাজধাণীর "শ্রীশ্রী শনি মন্দিরে" প্রার্থনায়, হিন্দু মহাজোট

 সনাতন নিউজ২৪. স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শনিবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামী , মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমানিক ও যুগ্ন মহাসচিব সাংবাদিক সুজন দে এর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

এ্সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোটের সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, ঢাকা মহানগর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডি, কে সমির, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিপু পাল, ছাত্র মহাজোটের সভাপতি" সাজেন কৃঞ্চ বল, স্বেচ্ছাসেব মহাজোটের আহবায়ক শ্যামল ঘোষ, সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধু তো কোনো একক দল বা গোষ্টির নেতা নন। তিনি সমগ্র বাংলাদেশের মানুষের জাতির পিতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধা মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা হিন্দু মহাজোট প্রধানমন্ত্রীর এই কাজের সারথি হিসেবে কাজ করছি। একই সঙ্গে বাংলাদেশে কোনো হিন্দু যেন নির্যাতন নিপীড়নের শিকার না হয়, সে জন্য অতিতের মতো আগামীতেও কার্যকর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন, এটি বঙ্গবন্ধুর কন্যার কাছে আমাদের প্রত্যাশা।

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রাজধানীর শনি মন্দিরে প্রার্থনা সভারও আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷