Breaking News

[মিথ্যা অভিযোগে আটক দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ, লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে কে মিথ্যা অভিযোগে আটক ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনায় লক্ষ্মীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ সমাবেশ আয়োজন করা হয়। 


সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি কুষ্টিয়া জেলা সদরের আড়ুয়াপাড়া আইকাসংঘের দুর্গাপ্রতিমা, বারখাদা দাসপাড়া মন্দিরের প্রতিমা, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়া দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরের প্রতিমা, গাজীপুর শ্রীপুরের গোঙ্কিসা ইউনিয়নের ললিতপুর গ্রামের দুর্গাপ্রতিমা, জয়পুরহাট জেলা সদরের শুক্তাহার এলাকার মধ্যপাড়া ও পূর্বপাড়া দুইটি মন্দিরের প্রতিমা, ময়মনসিংহ জেলার ভালুকার রাধাগোবিন্দ মন্দিরের স্বর্ণালঙ্কার রুট, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হরিপরের গন্ধর্বপুর গ্রামের কালীমন্দিরে হামলা, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর, মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শেখরনগর শ্রী শ্রী রক্ষাকালী মন্দির অপবিত্র করা,পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার দৈহাড়ী ইউনিয়নের কৈয়ারখাল মন্দিরে কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করা হয়।
শারদীয় দুর্গা পূজার প্রাক্কালে সাম্প্রদায়িক অপশক্তির এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। এছাড়া নেতৃবৃন্দ ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে'কে মিথ্যা মামলায় গ্রেফতার ও সারাদেশে প্রতিমা ভাংচুর, নির্যাতন -নিপীড়নের ব্যাপারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জহর লাল ভৌমিক, এড. শৈবাল কান্তি সাহা, জেলা শাখার সভাপতি এড. রতন লাল ভৌমিক, সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অরবিন্দ পোদ্দার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকার, রামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা, রাযপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম মজুমদার, কমলনগর ঐক্য পরিষদের সভাপতি এডঃ মিলন মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র ভৌমিক, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এড. প্রিয় লাল ভৌমিক, মহিলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বানু নাগ, যুব ঐক পরিষদের সভাপতি শিমুল সাহা, সাধারন সম্পাদক এড. প্রহলাদ সাহা রবি, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি শশাংক মজুমদার, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় পাল প্রমুখ

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷