সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহে হিন্দু মহাজোটের শ্রদ্ধা -সনাতন নিউজ২৪.
সনাতন নিউজ২৪.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিডিআরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মরদেহে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমানিকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর এর মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমানিকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃতৃন্দ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সি আর দত্তের ছেলের হাতে দলের শোকবাণী তুলে দেন।
এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমানিক সাংবাদিকের বলেন, মুক্তিযুদ্ধের সময়ে সিলেটের কানাইঘাটে সি আর দত্তের নেতৃত্বে ক্যাপ্টেন আব্দুর রউফ দখল করেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণে রাখবে। স্বাধীন দেশে আমাদের সেনাবাহিনী গড়ে তুলবার ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে। তিনি লজিস্টিক বিভাগের প্রধান ছিলেন। তিনি বলেন, এরকম একজন বীর উত্তম মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি।
শেরার করুণ...
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷