Breaking News

নালিতাবাড়ী পৌরসভাস্থল নিজপাড়া মহাশ্মশানের পুরোঅংশ নদীর গর্ভে বিলীন

নিজপাড়া মহাশ্মশান সুরক্ষা বাঁধ নির্মাণ কালীমন্দিরের সীমানা প্রচীর নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।


বিনীত নিবেদন..এই যে..

নালিতাবাড়ী পৌরসভাস্থল নিজপাড়া মহাশ্মশান ৭/৮নং ওয়ার্ডে প্রায় ৪০০হিন্দু পরিবারের মৃতদেহ সৎকারের একমাত্র মহাশ্মশান। ভাঙতে ভাঙতে  বিলীন হওয়ার পথে। ইতিমধ্যেই চিতাটির পুরোঅংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।


সেইসাথে কালীমন্দিরটি ও রয়েছে ভাঙ্গনের ঝুঁকিতে এবং সুরক্ষা বেবস্থা না থাকায় সন্ধ্যার নির্জন অন্ধকারে চলে বখাটেদের আড্ডা। যার ফলে ধর্মপালনের পবিত্রতা পরিবেশ বিনষ্ট হচ্ছে 


শ্মশানটির বিলীনতা রোধ সুরক্ষা বাঁধ এবং মন্দিরের পবিত্রিত রক্ষায় সীমানা প্রচীর নির্মাণ করা হলে কয়েক হজার সনাতন ধর্মাবলম্বী অবহেলিত জনগোষ্ঠীর উপকার হবে এবং ধর্ম পালনের জন্য সুন্দর পরিবেশ গড়ে উঠবে।


অতএব, মহোদয় সমীপে প্রার্থণা এই যে অবহেলিত হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে শ্মশান সুরক্ষা বাঁধ এবং কালীমন্দিরের সীমানা প্রচীর নির্মাণের জন্য


"""'""''' জোর দাবি জানাচ্ছি"'''''''""🙏

প্রচারে নালিতাবাড়ীর ৭/৮/নং ওয়ার্ডের এর জনগণ

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷